অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই !!
চারদিক নির্জন নিস্তব্ধ। কেউ নেই আশেপাশে। ভাবছেন, কেউ দেখছে না, এই সুযোগে অপরাধ করে পার পেয়ে যাবেন! না। আপনাকে অনুসরণ করছে অসংখ্য ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরা।
রাজধানীর পথে পথে, মোড়ে মোড়ে, বিভিন্ন বাসাবাড়ি ও ভবনে এবং গাছের পাতা কিংবা অন্য কিছুর আড়ালে রয়েছে হাজার হাজার সিসি ক্যামেরা। সংগোপনে ধারণ করে রাখছে সবার গতিবিধি। যা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরে সংরক্ষণ করা হচ্ছে।
অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই। ধরা পড়তে হবেই। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নজরদারিতে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা (সিসিটিভি) এখন অপরিহার্য হয়ে পড়েছে। দুই কোটিরও বেশি নাগরিকের এই ঢাকা শহরে অপরাধ প্রবণতা বাড়ছে প্রতিদিন। পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হলেও প্রতিটি রাস্তায় ও অলিগলিতে কয়েক হাতের ব্যবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা সম্ভব নয়।বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী হামলা, ছিনতাই, ডাকাতি ও হত্যার অনেক ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
Bangladesh Automation Solution | BEST CCTV Systems, বাংলাদেশ
Address : 19/1, Tajmahal Road, Mohammadpur Dhaka 1207 |
Bangladesh |
No comments:
Post a Comment