Sunday, 18 February 2018

যে সকল নিয়ম অনুসরণ করলে আপনার সিসিটিভি ক্যামেরা ভালো থাকবে বছরের পর বছর

CCTV Camera Price in Bangladesh

যে সকল নিয়ম অনুসরণ করলে আপনার সিসিটিভি ক্যামেরা ভালো থাকবে বছরের পর বছর



সিসিটিভি ক্যামেরা ভালো রাখতে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরন করুনঃ-



১. সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনকে ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করুন।

২. দিনে অন্তত ৩ ঘন্টা হলেও সিসি ক্যামেরার মেশিন বন্ধ রাখুন ।

৩. সিসি ক্যামেরার হার্ডডিস্কের রেকর্ড ফুল হওয়ার আগেই নিজেই হার্ডডিস্কটাকে ফরম্যাট দিয়ে ফেলুন।

৪. সিসিটিভি ক্যামেরা গুলো জেনারেটর দিয়ে চালানো থেকে বিরত থাকুন।

৫. সিসিটিভি ক্যামেরার মেশিন কখনো খোলার চেস্টা করবেন না।

৬. ধূলা-ময়লা থেকে সিসি ক্যামেরার মেশিন দূরে রাখার চেষ্টা করুন।

৭. সব সময় খেয়াল রাখবেন সিসি ক্যামেরার ক্যাবেল গুলো যেন কখনো ভাজ না পড়ে যায়।

৮. রাতে যখন সিসি ক্যামেরা মনিটরে দেখার প্রয়োজন পরবে না তখন আপনার সিসি ক্যামেরার মনিটর বন্ধ রাখুন,এতে বিদ্যুৎ অপচয় রোধ হবে।


CCTV Camera in Bangladesh


Bangladesh Automation Solution

Safety & Security Systems Provider
Contact : 01640737339 

No comments:

Post a Comment