Monday, 30 July 2018

সিসিটিভি ক্যামেরা কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা উচিত

সিসিটিভি ক্যামেরা কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা উচিত

CCTV Camera Price in Bangladesh
CCTV Camera in Bangladesh

সিসিটিভি ক্যামেরা কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করতে হবে
কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা সিসিটিভি ক্যামেরা কেনার সময় বিবেচনা করতে হয়। এক বা একাধিক হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে যা না জানলেই নয়।

সঠিক লেন্স নির্বাচন করা 
লেন্সের কাজ হচ্ছে সেন্সরের জন্য আলো সংগ্রহ করা। ব্যবহারকারী যা কিছু দেখে বা ডিভিআর এ যা কিছু রেকর্ড হয় সবই লেন্স মারফত হয়। কতটুকু দূরত্বে একটি গাড়ির নাম্বার প্লেট পরা যাবে ও কারও চেহারা চেনা যাবে যা লেন্স নির্ণয় করে কারন লেন্স ফোকাস নিয়ন্ত্রণ করে। অনেক ক্ষেত্রে হায়ার আউটপুট রেজোলিউশানের চেয়ে লেন্স বেশি কার্যকরী কারন আউটপুট সবসময় ইনপুট দ্বারা সীমাবদ্ধ এবং লেন্স হচ্ছে ইনপুট সিস্টেম। তাছাড়া বাজারে জুম লেন্সও পাওয়া যায়। কিছু কিছু সিসিটিভি ক্যামেরাতে ডিজিটাল জুম এবং বাকিগুলোতে অপটিক্যাল জুম আছে যা লেন্স দ্বারা নিয়ন্ত্রিত। ক্রেতার যথাসম্ভব অপটিক্যাল জুমকে ডিজিটাল জুমের উপর গুরুত্ব দেয়া উচিত। ডিজিটাল জুমের সমস্যা হচ্ছে এটি মূল ইমেজের সাথে কোনও তত্ত্ব যোগ করতে পারেনা। অপটিক্যাল জুম মূল ইমেজের সাথে নতুন তত্ত্ব যোগ করতে পারে কারন লাইট সেন্সরে পৌঁছানোর সাথে সাথে ইমেজ পরিবর্তিত হয়।
Home Security Product in Bangladesh
Home Security Systems in Bangladesh

সঠিক সেন্সর নির্বাচন করা 
সব ধরনের ডিজিটাল সেন্সর এক রকম হয়না। সিসিটিভি ক্যামেরার সেন্সরের স্পেসিফিকেশন যাচাইয়ের ক্ষেত্রে ২টি জিনিস বিবেচনা করতে হয়, তা হল সেন্সর টাইপ ও সেন্সর সাইজ। বেশিভাগ সেন্সর হয় সিএমওএস নয় সিসিডি। সিএমওএসের কর্মক্ষমতা ও সংবেদনশীলতা দুটোই সিসিডি থেকে অপেক্ষাকৃত কম। যার ফলে এটি পরিষ্কার ইমেজ ধারন করতে পারেনা। তাই পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে সিএমওএস ব্যবহার করা উচিত নয়। তবে সিএমওএসের সুবিধা হচ্ছে এর মূল্য সিসিডি থেকে কম। পরিষ্কার ইমেজ ধারনের জন্য সিএমওএস ভিত্তিক সেন্সরের অনেক বেশি সিগনাল
প্রসেস করতে হয়। সেন্সরের সাইজ যত বড় হয় ততবেশি লাইট প্রসেস ও উন্নতমানের ইমেজ ধারন করতে পারে। বেশিভাগ সেন্সরের সাইজ ১/৪ ইঞ্চি বা ১/৩ ইঞ্চি হয়ে থাকে। ১/৪ ইঞ্চি দ্বারা ৩.২ বাই ২.৪৪ এমএম এবং ১/৩ ইঞ্চি দ্বারা ৪.৮ বাই ৩.৬ এমএম পরিমাপ করা যায়। বড় সেন্সর শুধু ব্যাপক লাইটই ধারন করেনা, ডিএসপিকে কাজ করার জন্য অতিরিক্ত তথ্য দেয় যা অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন বাজেট ক্যামেরাগুলোর জন্য সহায়ক।
সঠিক আউটপুট রেজোলিউশান নির্বাচন করা 
সিসিটিভি ক্যামেরার একটি প্রচলিত স্পেসিফিকেশন হচ্ছে টিভি রেজোলিউশানের সমতল লাইনের সংখ্যা বা টিভিএল। এর রেঞ্জ ৭০০টিভিএল পর্যন্ত হয়ে থাকে। ৩৮০টিভিএল ও ৫৪০টিভিএলেরও বিভিন্ন ক্যামেরা পাওয়া যায়। বিশেষজ্ঞরা ৪২০টিভিএলকে সর্বনিম্ন হিসেবে ধরলেও সবক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আইটপুট নির্ভর করে ইনপুটের উপর। তাই লেন্স এবং সেন্সর যদি আউটপুট রেজোলিউশানের(ডিএসপি দ্বারা নির্ধারিত) সাথে ম্যাচ করতে না পারে তাহলে অতিরিক্ত রেজোলিউশানের পুরোটাই বৃথা যায়। তাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যথেষ্ট পরিমাণ রেজোলিউশান থাকা যা দ্বারা ক্যামেরায় ধারণকৃত ইমেজ স্পষ্টভাবে প্রদর্শন করা যায়।
CCTV Camera Price in Bangladesh

বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা
সব সিসিটিভি ক্যামেরার সাইজ ও গঠন এক রকম নয়। প্রয়োজনের উপর ভিত্তি করে ক্যামেরাও বিভিন্ন রকম হয়ে থাকে। নিম্নে ৩ ধরনের ব্যাসিক ক্যামেরার উদাহরণ দেওয়া হল

বুলেট ক্যামেরা 
এই ছোট নলাকার ক্যামেরাগুলো সাধারণত এমন পারিপার্শ্বিক অবস্থায় ব্যবহৃত হয় যেখানে বিচক্ষণতা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য একে নিরাপত্তামূলক ডোমে স্থায়ীভাবে ইন্সটলের প্রয়োজন নেই। দোকান ও সেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এটি উপযুক্ত।
ডোম ক্যামেরা- 
নজরদারির জন্য ডোম ক্যামেরা অসাধারণ। এটি শুধু নৈমিত্তিক ক্ষতি থেকেই ক্যামেরাকে রক্ষা করেনা বরং অতিমাত্রায় নিরাপত্তা প্রদান করে। কারন ক্যামেরাটি কোন দিকে পয়েন্ট করে থাকে তা বোঝা প্রায় অসম্ভব।
আইআর ডে/নাইট ক্যামেরা 
লাইটিং এর অবস্থা যাই থাকুক না কেন, এই ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা আউটডোর কভারেজ দিয়ে থাকে। এগুলো দিনের বেলা একটি নির্দিষ্ট কালার ইমেজ দিয়ে থাকে এবং রাতে ইনফ্রারেড ভিউ এর জন্য সাদাকালোতে রূপান্তরিত হয়।
ব্যবহারকারীর উদ্দেশ্য ও চাহিদার উপর নির্ভর করে সে কোন ধরনের ক্যামেরা ব্যবহার করবে। চাহিদাগুলো নির্ণয় করতে পারলে ক্যামেরা নির্বাচন করা খুবই সহজ।
Night Vision CCTV Camera in Bangladesh
IP Camera Price in Bangladesh

সঠিক সিসিটিভি ক্যামেরা নির্বাচন করুন
সঠিক ক্যামেরাটি ক্রয়ের ক্ষেত্রে প্রথমেই যা বিবেচনা করতে হবে তা হলো লেন্স। লেন্স ব্যবহারকারীকে স্পষ্ট ইমেজ প্রদান করে। দ্বিতীয়টি হচ্ছে সেন্সর। ক্রেতার ১/৩ ইঞ্চি সিসিডি সেন্সর ক্রয় করা উচিত কারন এটি প্রসেসিং এর জন্য অধিকাংশ তথ্য ডিএসপিতে প্রদান করে। শেষ ফিচারটি হচ্ছে ক্যামেরা আউটপুট রেজোলিউশান। এর উপযোগিতা প্রথম ২টি ফিচারের উপর নির্ভর করে। হার্ডওয়্যারের সামর্থ্য নির্ণয়ের পর দ্বিতীয় পর্যায়ে ক্রেতাকে নির্ধারণ করতে হবে কোন ক্যামেরাটি তার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিস্তৃত আউটডোর এরিয়া কভার করার জন্য যেমন বাড়িওয়ালা তার সম্পত্তি রক্ষার জন্য ডে/নাইট ক্যামেরা ব্যবহার করতে পারে। স্টাফদের মনিটর করার জন্য বুলেট ক্যামেরা এবং দোকান বা ব্যবসার জন্য ডোম ক্যামেরা ভালো।
সিসিটিভি ক্যামেরার দাম কেমনঃ
ক্যামেরা কোয়ালিটি,প্রোভাইডার ও আনুষঙ্গিক আরো অনেক সমীকরণ মিলিয়ে একটি ভালো সিসিটিভি ক্যামেরার দাম নির্ধারিত হয়। আপনি এখনি কয়েকটা সিসিটিভি ক্যামেরা প্রোভাইডার দের ওয়েবসাইট এ গিয়ে নিজেই এর দাম সম্পর্কে অনুধাবন করতে পারবেন। গুগলে Best CCTV Camera in Bangladesh লিখে সার্চ করুন আর ১০-১২ টা ওয়েবসাইট ঘেটে দেখুন।
Bangladesh Automation Solution
Bangladesh Automation Solution

Wednesday, 25 April 2018

গাড়ির নিরাপত্তায় ও নিরাপদে রাখার কিছু কৌশল | Daily Safety Tips


লাখো টাকা খরচ করে শখের গাড়ি কিনেছেনসার্বক্ষনিক একটা বাহন আপনার জন্য স্ট্যান্ডবাই; ভাবতেই হয়ত ভালো লাগছে। নিজের ও পরিবারের যাতায়াত সমস্যারও একটা সমাধান হয়েছেকিন্তু আরেকটা ভাবনা কি বারবার মনে উকিঁ দিচ্ছে না? ঠিক-ই ধরেছেন, আমাদের মত দেশে যেখানে মানুষ হাজার কয়েক টাকা নিয়ে রাস্তায় বেরোতে তিনবার চিন্তা করে, সেখানে আপনার এই দামি জিনিসের নিরাপত্তা কোথায়? ছিচঁকে চোর, সংঘবদ্ধ গাড়ি চোর, গাড়ি ছিনতাইকারীদল দ্বারা সাইড ভিউ মিরর, রেইন শেড, স্টিয়ারিং হুইল, সিডি প্লেয়ার ইত্যাদি সহ বহু পার্টস চুরি, এমনকি পুরো গাড়িটাই লোপাট হওয়ার ঘটনাও তো প্রায়ই ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে গাড়ির ড্রাইভারও এ ধরনের ঘটনায় জড়িত থাকে বলে অভিযোগ পাওয়া যায়। তাহলে নিরাপত্তার উপায়?

নিজের গাড়ি নিজেই চালান অথবা অথবা আপনার গাড়ি চালানোর ড্রাইভার আছে, যেটাই হোক না কেন, সতর্ক থাকার জন্য সাধারণ কিছু নিয়ম মেনে চললে গাড়ির নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব। কিছু প্রযুক্তি-পণ্যও আপনাকে এক্ষেত্রে সাহায্য করতে পারে। আমাদের দেশে বোধগম্য কারণে বেশিরভাগ গাড়ি মালিক-ই ব্যক্তিগত ড্রাইভার রাখেন, তাই প্রথমেই আসি এই প্রসঙ্গে।

গাড়ির নিরাপত্তা প্রসঙ্গে ফার্স্ট ডিফেন্স লাইন হচ্ছে গাড়ির ড্রাইভার। যারা অনেকদিন ধরে ব্যাক্তিগত গাড়ি ব্যবহার করে আসছেন তারা জানেন, ব্যাক্তিগত ড্রাইভার পরিবারের সদস্যদের মতই আপন ও বিশ্বস্ত হয়ে উঠতে পারেন, আবার কিছু ক্ষেত্রে হয়ে উঠতে পারেন “ঘরের শত্রু বিভীষণ”। খারাপ প্রকৃতির লোক সব পেশার মধ্যেই পাওয়া যায়, সুতরাং ড্রাইভারদের মধ্যেও কেউ কেউ বিশ্বস্ততা ভংগ করতে পারেন, যেমন- তেল বা গ্যাসের টাকা চুরি, গ্যারেজ বিল বাড়িয়ে লেখা, এমনকি গাড়ি নিয়ে গায়েবও হয়ে যাতে পারেন। কিন্তু অপ্রিয় হলেও সত্যি, গাড়ির মালিকরাও কোন কোন সময় নিজ কর্মদোষে ড্রাইভারদের মধ্যে অবিশ্বস্ততা ও প্রতিহিংসা চাগিয়ে তোলেন।

চালক নিয়োগ দেয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে তা অনেক পুরোনো কথা। মালিকের বাসাবাড়ির কাছাকাছি এলাকায় অনেকদিন ধরে পরিবার নিয়ে থাকে এই ধরনের ড্রাইভার সাধারণত বড় ধরনের ঘটনা ঘটান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মালিকের সতর্কতা ও তীক্ষদৃষ্টি ড্রাইভারের মনে অপরাধের নিবারক(Deterrent) হিসেবে কাজ করে। তাই, নিয়োগ দেয়ার আগেই চালকের ড্রাইভিং লাইসেন্সের কপি ছাড়াও তার নিজের ও পরিবারের অন্য সদস্যের মধ্যে এক/দুজনের জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি নিয়ে রাখবেন এবং এই কাগজগুলো সাবধানে সংরক্ষণ করবেন। ড্রাইভারের ব্যক্তিগত জীবন স্বাভাবিক রাখার জন্য তার বেতন বাস্তবসম্মত ভাবে নির্ধারণ করুন, বেতন তারিখ মোতাবেক নিয়মত পরিশোধ করুন এবং তার ছুটিছাটার দিকে সহানুভূতিশীল নজর রাখুন। তার ভুলের শাস্তি হিসেবে তিরস্কারের পাশাপাশি কোনভাবেই বেতন কেটে নিবেন না , তবে মাঝে-মাঝে বা অতিরিক্ত/গভীর রাত্রিকালীন ডিউটির জন্য যে বকশিস দিতেন তা কমিয়ে দিতে পারেন বা আপাতত বন্ধ রাখতে পারেন। আপনার দামি বাহনটির নিরাপত্তার বিষয়ে তার সংগে আলোচনা করুন, তাকে পরামর্শ দিন এবং আপনি যে ঘটনা ঘটে যাবার আগে যথেষ্ট সাবধানি আর ঘটনা ঘটে গেলে পরবর্তীতে সামাল দেবার জন্য প্রস্তুত আছেন তা ড্রাইভারকে প্রচ্ছন্ন ভাবে বুঝিয়ে দিবেন। 

ড্রাইভারের এবং আপনার গাড়ির গতিবিধি আরো ভালোভাবে নজরে রাখতে গেলে আপনার গাড়িতে জি.পি.এস ট্র্যাকিং সিস্টেম (G.P.S. tracking system) ইন্সটল করে নেয়া যেতে পারে। বাংলাদেশে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীন ফোন ও বাংলা লিঙ্ক এবং নাভানা, ফাইন্ডার সহ এই সার্ভিস প্রদানকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে। প্রাথমিক ইন্সটলেশন খরচ কোম্পানি ও সার্ভিস ভেদে ৮০০০-১৫০০০ টাকা, পরবর্তীতে মাসিক ৫০০ থেকে ১০০০ টাকা (বা সমতুল্য বার্ষিক) ফি হিসেবে দিতে হয়। এই ব্যবস্থায় আপনি গাড়ি চলমান নাকি থেমে আছে, চলমান থাকলে গাড়ির তাৎক্ষণিক অবস্থান ও গতি ইত্যাদিসহ আরো অনেক তথ্য  রিয়েল টাইমে (আপনার মোবাইল বা পিসি থেকে গুগল ম্যাপে) অথবা এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন। প্রয়োজন ও ইচ্ছা মোতাবেক আপনি আপনার গাড়িতে জিও ফেন্স (Geo Fence) করে রাখতে পারেন, সেক্ষেত্রে, আপনার দ্বারা নির্দিষ্ট করা এলাকার বাইরে গাড়ি গেলে আপনি একটা এলার্ট পাবেন এসএমএস-এর মাধ্যমে। অতিসম্প্রতি জিপিএস ট্র্যাকিং কোম্পানিগুলো জিও ফেন্স ব্যবস্থায় নতুন ফিচার যোগ করেছে, যেটার মাধ্যমে নির্দিষ্ট এলাকার বাইরে গেলে গাড়ির ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া, আপনি নিজেও যেকোন সময় একটি এসএমএস প্রেরণ করে মূহুর্তেই আপনার গাড়িটিকে থামিয়ে দিতে পারেন।
 
তদুপরি আপনি আপনার গাড়িতে লাগিয়ে নিতে পারেন গোপন স্পাই ক্যামেরা, যা ধারণ করে রাখবে গাড়ির ভেতরের ভিডিও ছবি। গাড়ির চাবির রিং-এ ছোট্ট এই ক্যামেরা বসানো যায়। বাংলাদেশের বাজারে দাম পড়ে মাত্র ৮০০-২৫০০ টাকা। রিয়েল টাইম অডিও শোনা বা গোপনে আপনাকে ছবি পাঠাবে এমন সুবিধা পেতে গেলে অবশ্য গুনতে হবে অনেক বাড়তি পয়সা।

এবারে আসব গাড়ি পার্কিং প্রসংগে। আইনে যাই বলুক, সঠিক স্থানে পার্কিং এর ব্যবস্থা নাই আর থাকলেও অপর্যাপ্ত, তাই বাংলাদেশে শপিং মলের সামনে, বাচ্চার স্কুলের সামনের রাস্তায়, রেস্টুরেন্টের কিংবা অফিসের সামনে গাড়ি আপনাকে রাখতেই হয়। বেশিরভাগ ছিঁচকে চুরি যেমন সাইড মিরর, রেইন শেড, স্টিকার ইত্যাদি খুলে নিয়ে যাওয়া এমনকি আস্ত গাড়ি চুরির ঘটনাগুলো খোলা জায়গায় পার্কিং করা গাড়ির ক্ষেত্রেই ঘটে থাকে। আপনার যদি ড্রাইভার থাকে, ড্রাইভারের কড়া নজর হয়ত আপনার মূল্যবান গাড়ি এবং এর বহিরাবরণের প্রয়োজনীয় বা সৌন্দর্যবর্ধক অনুষংগগুলোকে বেহাত হওয়া থেকে রক্ষা করতে পারবে। সমস্যাটি বড় হয়ে উঠে যদি ড্রাইভার না থাকে। তাই, পার্কিং করার সময় সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড আছে এমন কোন স্থাপনা যেমন এটিএম বুথ, ব্যাংক, কোন অফিস ইত্যাদির সামনে গাড়ি রাখুন এবং বলাই বাহুল্য, গার্ডকে ১০/১৫ টাকা দিয়ে আপনার গাড়ি একটু দেখে রাখতে অনুরোধ করুন। প্রতিবারে এই টাকাটা খরচ করতে ভালো না লাগলেও গাড়ির যেকোন ছোট-খাট পার্টসেরও যে দাম তা মাথায় রাখলে দেখবেন আখেরে লাভই হয়।

প্রশ্ন করতে পারেন, আপনার ড্রাইভারও নেই, আবার টাকা দিয়ে আপনার গাড়িটিকে কিছুক্ষণের জন্য দেখে রাখতে বলবেন এমন কাউকেও আশেপাশে দেখছেন না, তখন কি করবেন ? আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, জনবহুল স্থানে ছিঁচকে চুরি একটু কমই হয়, কারণ চোর নিশ্চিত থাকে না গাড়ির মালিক বা ড্রাইভার আশেপাশে আছে কিনা, তবে এমন জায়গা থেকেও চোখের পলকে গাড়ি চুরি হয়ে যায়। স্টিয়ারিং লক নামক একটি বিশেষ ব্যবস্থা আপনাকে বাড়তি নিরাপত্তা দিতে পারে। এই লকগুলো ভাঙ্গা একটু কঠিন বিধায় আপনি এটি ব্যবহার করতে পারেন, আর এর দামও বেশ কম। ভাল মানের লকের দাম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ ২৫০০ টাকা। আধুনিক লকগুলো গাড়ির ইগনিশন ব্যবস্থার সাথে সংযুক্ত থাকে বিধায় তা আরো কার্যকর হলেও বাংলাদেশের বাজারে তা এখনো আমি খুজে পাইনি।


আপনার গাড়িটিতে বেশ কয়েকটি ফিউজ বোর্ড আছে, গাড়ির সামনের বনেট খুলে আপনি ফিউজ বোর্ডগুলো দেখে নিতে পারেন। বোর্ডের কাভারে বা কাভারের পেছন দিকে কোন ফিউজ কিসের জন্য তা পরিষ্কারভাবে চিহ্নিত থাকে। এখন আপনার কাজ হচ্ছে ইগনিশন, স্টার্টার বা ফুয়েল পাম্পের ফিউজটি খুলে ফেলা। কাজটি খুব সোজা, খালি হাতে টান দিয়েই খুলে ফেলা যায়। এবার ফিউজটি মানিব্যাগে ভরে নিশ্চিতমনে শপিং করে আসুন, চোরের দল ঘাঁটাঘাঁটি করে গাড়ি স্টার্ট না হওয়ার কারণ খুঁজতে যাবে না এক রকম নিশ্চিত।

নিশ্চিত হতে না পারলে, একটি একটি করে ফিউজ খুলে টেস্ট করে দেখুন, কোনটা খুললে আপনার গাড়ি স্টার্ট হয় না। সাবধানে কাজটি করবেন, কারণ এমন হতে পারে আপনি হয়ত কুলিং ফ্যান-এর ফিউজ খুলেছেন, তাতে ইঞ্জিন স্টার্ট হবে, তবে ইঞ্জিনের কুলিং হবে না। আর একটাই সতর্কতা, একটি ফিউজ আরেকটির স্লটে লাগাবেন না, বিপদ ঘটতে পারে।

ইদানিং কালের অনেক গাড়িতে পুশ-স্টার্ট ব্যবস্থা আছে, এই গাড়িগুলোতে স্মা্র্ট-কী থাকে যা গাড়ির খুব কাছাকাছি না থাকলে গাড়ি স্টার্ট হয় না।ফলে স্মার্ট কী একটি নিরাপদ অপশন। স্মার্ট কী-এর কেবিনেটের ভেতরে লুকায়িত অবস্থায় একটি ম্যানুয়েল কী থাকে, যা দিয়ে গাড়ির দরজা খোলা গেলেও সেটা দিয়ে গাড়ি স্টার্ট করা যায় না। নীচের ছবি দেখে নিন।

পুশ-স্টার্ট অপশন থাকা গাড়ির সঙ্গে স্মার্ট-কী একটি বা ভাগ্য ভালো হলে দুটি আসে। ডুপ্লিকেট স্মার্ট কী-ও তৈরি করা যায়, তবে সেটা বেশ খরচবহুল, আবার সবখানে এটা হয় না। ঢাকার বাংলা মোটর, বিজয়নগর, কাকরাইল এসমস্ত স্থানে ১১৫০০-১২০০০ টাকায় স্পেয়ার স্মার্ট-কী তৈরি করা যায়। গাড়ির শো-রুম গুলোর সাথে যোগাযোগ করলেও তারা আপনাকে এই সংক্রান্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের খবরাখবর দিতে পারবে। মনে রাখবেন, নিরাপত্তার জন্য স্মার্ট-কীর একটার বেশি স্পেয়ার তৈরি করা যায় না, অর্থাত গাড়ির সঙ্গে দুটি স্মার্ট কী আসলে আপনি আর কোন কী বানিয়ে নিতে পারবেন না, তবে একটি আসলে দ্বিতীয় কী তৈরি করে নেয়া যায়। তৃতীয়টা বানালে প্রায়ই প্রথমগুলো অকার্যকর হয়ে যায়। স্মার্ট কী-এর কেবিনেটের ভেতরে লুকায়িত ম্যানুয়েল কী অবশ্য যেকোন সংখ্যক বানিয়ে নেয়া যায় আর এটার খরচও কম, কয়েকশ টাকা মাত্র।

Thanks 


19/1, Tajmahal Road, Mohammadpur,
Dhaka- 1207 | Bangladesh |

Phone : 01919-030679
Email : aamasum@gmail.com,

Wednesday, 11 April 2018

CCTV Camera Price in Bangladesh | CCTV Camera in Bangladesh

Industrial & Residential Security Automation Surveillance Systems & Solutions in Bangladesh

The best CCTV Security Surveillance Automation Solutions supplier in Bangladesh

Guard Patrol System | Security Guard Activities Monitoring Systems in Bangladesh

Home Security Systems in Bangladesh | Bangladesh Automation Solution

How To Protect Your Home When You Are Away | Bangladesh Automation Solution

Access Control Systems in Dhaka, Bangladesh | Let Only The Right People Inside

CCTV Camera Price in Bangladesh | One-Stop Home Security Solutions at Lowest Price

Mobile Phone Network Jammer | Bangladesh Automation Solution

অফিস কিংবা কাজে। যেখানেই থাকুন না কেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবসময় নজর রাখুন নিজের বাড়িতে

সার্বক্ষণিক নিরাপত্তায় ক্লোজড সার্কিট ক্যামেরা | Bangladesh Automation Solution

CCTV Camera Company in Bangladesh | Bangladesh Automation Solution

স্মার্টফোন থেকেই নজর রাখুন প্রাইভেট জোন, কর্মস্থল অথবা বাসায় | Bangladesh Automation Solution

Office & Home Security Solutions | CCTV Camera Price in Bangladesh

Thursday, 8 March 2018

The 10 Best Security Camera Installers Near Me in Dhaka, Bangladesh

The 10 Best Security Camera Installers Near Me in Dhaka, Bangladesh

Top 10 Professional Security Systems & Office Supplying Services Companies List in Bangladesh


Get THE BEST CCTV SECURITY SURVEILLANCE AUTOMATION SYSTEMS SUPPLIERS & SERVICES PROVIDERS IN BANGLADESH  Here Near You  :
Category : 
| CCTV Camera in Dhaka | IP Camera | Access Control | Security Alarm | Home Security Systems | Automation Systems, Solutions & Service Providers | 
  1. BEST SECURITY SYSTEMS, BD
  2. Home Security Systems, Bangladesh
  3. Bangladesh Automation Solution
  4. CCTV Bazar সিসিটিভি বাজার
  5. CCTV Bangladesh
  6. CC Camera Price Bangladesh
  7. CCTV Camera in Bangladesh
  8. BEST CCTV Systems, Bangladesh
  9. CC Camera BD
  10. CCTV Camera Bangladesh

Thanks ,

HOTLINE : 01919030679


Sunday, 18 February 2018

যে সকল নিয়ম অনুসরণ করলে আপনার সিসিটিভি ক্যামেরা ভালো থাকবে বছরের পর বছর

CCTV Camera Price in Bangladesh

যে সকল নিয়ম অনুসরণ করলে আপনার সিসিটিভি ক্যামেরা ভালো থাকবে বছরের পর বছর



সিসিটিভি ক্যামেরা ভালো রাখতে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরন করুনঃ-



১. সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনকে ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করুন।

২. দিনে অন্তত ৩ ঘন্টা হলেও সিসি ক্যামেরার মেশিন বন্ধ রাখুন ।

৩. সিসি ক্যামেরার হার্ডডিস্কের রেকর্ড ফুল হওয়ার আগেই নিজেই হার্ডডিস্কটাকে ফরম্যাট দিয়ে ফেলুন।

৪. সিসিটিভি ক্যামেরা গুলো জেনারেটর দিয়ে চালানো থেকে বিরত থাকুন।

৫. সিসিটিভি ক্যামেরার মেশিন কখনো খোলার চেস্টা করবেন না।

৬. ধূলা-ময়লা থেকে সিসি ক্যামেরার মেশিন দূরে রাখার চেষ্টা করুন।

৭. সব সময় খেয়াল রাখবেন সিসি ক্যামেরার ক্যাবেল গুলো যেন কখনো ভাজ না পড়ে যায়।

৮. রাতে যখন সিসি ক্যামেরা মনিটরে দেখার প্রয়োজন পরবে না তখন আপনার সিসি ক্যামেরার মনিটর বন্ধ রাখুন,এতে বিদ্যুৎ অপচয় রোধ হবে।


CCTV Camera in Bangladesh


Bangladesh Automation Solution

Safety & Security Systems Provider
Contact : 01640737339 

Monday, 12 February 2018

বাসা-বাড়ীতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার খরচ কত? আনুমানিক বাজেট ধারণা নিন👉

CCTV Camera Price in Bangladesh
CCTV Camera Budget idea!

বাসা-বাড়ীতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার খরচ কত? আনুমানিক বাজেট ধারণা নিন:

ফোন করুন এই নাম্বারেঃ 01640737339



পুলিশ, এ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিসঃ জরুরী প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর_৯৯৯ কল করুন বিনামূল্যে দেশের যেকোন প্রান্ত থেকে

পুলিশ, এ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস | জরুরী প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর_৯৯৯  

কল করুন বিনামূল্যে  দেশের যেকোন প্রান্ত থেকে 

প্রত্যেক মানুষের জীবনে যেকোনো সময় বিপদ আসতে পারে। কারণ বিপদ কখনো জানান দিয়ে আসে না। এই বিপদের মুহূর্তে মাত্র একটি সাহায্যের হাত প্রত্যেকের জীবন বদলে দিতে পারে। আমরা যেমন আস্তে আস্তে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, আমাদের সেই সাহায্যের হাতটিও আজ ডিজিটাল হয়ে এসেছে। 

প্রথমবারের মতো বাংলাদেশ এমন একটি সেবা চালু করেছে। যার নাম ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস '৯৯৯'। এই সার্ভিস আপনার ও আপনার পরিবারের জীবনে এমনকি সবার জীবনে ডিজিটাল সাহায্যের হাত হিসেবে কাজ করবে।




জরুরী প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর_৯৯৯ 

কল করুন বিনামূল্যে দেশের যেকোন প্রান্ত থেকে..


সৌজন্যে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

প্রচারেঃ
The Dhaka Surveillance 
Media & Blog

of

Bangladesh Automation Solution

Industrial, Commercial & Residential Home Security Systems
Contact: 01919030679 



Wednesday, 7 February 2018

Daily Safety Tips: অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই !!

Daily Safety Tips: অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই !!: অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই !! চারদিক নির্জন নিস্তব্ধ। কেউ নেই আশেপাশে। ভাবছেন, কেউ দেখছে না, এই সুযোগে অপরাধ করে পার পেয়...

অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই !!

CCTV Camera in Bangladesh

অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই !!

চারদিক নির্জন নিস্তব্ধ। কেউ নেই আশেপাশে। ভাবছেন, কেউ দেখছে না, এই সুযোগে অপরাধ করে পার পেয়ে যাবেন! না। আপনাকে অনুসরণ করছে অসংখ্য ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরা।
রাজধানীর পথে পথে, মোড়ে মোড়ে, বিভিন্ন বাসাবাড়ি ও ভবনে এবং গাছের পাতা কিংবা অন্য কিছুর আড়ালে রয়েছে হাজার হাজার সিসি ক্যামেরা। সংগোপনে ধারণ করে রাখছে সবার গতিবিধি। যা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরে সংরক্ষণ করা হচ্ছে।
CCTV Camera Price in Bangladesh

অপরাধ করে পার পাওয়ার আর কোনও সুযোগ নেই। ধরা পড়তে হবেই। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নজরদারিতে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা (সিসিটিভি) এখন অপরিহার্য হয়ে পড়েছে। দুই কোটিরও বেশি নাগরিকের এই ঢাকা শহরে অপরাধ প্রবণতা বাড়ছে প্রতিদিন। পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হলেও প্রতিটি রাস্তায় ও অলিগলিতে কয়েক হাতের ব্যবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা সম্ভব নয়।বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী হামলা, ছিনতাই, ডাকাতি ও হত্যার অনেক ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে।
Home Security Product in Bangladesh
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

Bangladesh Automation Solution | BEST CCTV Systems, বাংলাদেশ 

Address : 19/1, Tajmahal Road, Mohammadpur Dhaka 1207 |
Bangladesh 

Phone : 01919030679

Friday, 26 January 2018

কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা | Daily Safety Tips

কনস্ট্রাকশন সেইফটি / নিরাপত্তা


CCTV Camera in Bangladesh








কনস্ট্রাকশনের কারণে দুর্ঘটনা অনেক সময় হয়ে থাকে। ডিজাইনের কারণে অথবা কাজের সময় অবহেলার কারণে। আগে কনস্ট্রাকশন কাজের সময় অনেক দুর্ঘটনা হতো। তাই বর্তমানে কনস্ট্রাকশনের কাজের সময় একটি স্লোগান প্রচলতি করা হয়েছে "সেফটি ফার্ষ্ট " বা "নিরাপত্তাই প্রধাণ"। আমাদের কনস্ট্রাকশন করার সময় এই নিরাপত্তার দিকে ভালভাবে খেয়াল রাখতে হবে। আর এর জন্য কিছু করণীয় নিচে দেয়া হলো।
সাইনবোর্ড তৈরি : সাইটের কাজের সময় বিভিন্ন ধরণের সাইনবোর্ড তৈরি করার প্রয়োজন হতে পারে এদের কিছু উদারণ দেয়া হলো
সাইটের বাহিরের জন্য
  • সাবধান, কনস্ট্রাকশনের কাজ চলছে
  • পার্কিং নিষিদ্ধ
  • পাশ কেটে চলুন
সাইটের ভেতরে
  • ধুমপান নিষিদ্ধ
  • ভয়েড বা ফাকা স্থান, সাবধান
  • সাবধান, বৈদ্যুতিক এলাকা
সেফটি ট্রে : উপরের কাজ করার সময় ছাদ বা ফ্লোরের চারিদিকে ফাকা থাকে। বীম বা কলাম বা ছাদের সাটার খোলা ও অন্যান্য কাজের সময় মানুষ বা অন্যকিছু নিচে পড়ে যেতে পারে। তাই এর চারিদিকে ট্রে দেওয়া হয়। প্রতি তিন তলা পরপর এই ট্রে দেওয়া জরুরী। সি.আই শীঠ ও লোহার এঙ্গেল এর সাহায্যে এই ট্রে দেওয়া হয়। সেফটিট্রের চওয়া সাধারণত আট ফুট হয়ে থাকে।
সেফটি নেট: জাল বা ছিদ্র যুক্ত শক্ত কাপড় দিয়ে এই নেট দেয়া হয় বিল্ডিং এর চতুর্পাশে। যাতে করে কোন কিছু পড়লে তা সাইটের বাইরে না ছিটকে পড়ে। এই নেট খাড়া থাকে এবং যেই ফ্লোরে কাজ হবে, সেই ফ্লোর পর্যন্ত করা হয়ে থাকে। যাতে করে ঐ ফ্লোরে কাজ করার সময কোন কিছু সীমানার বাইরে ছিটকে না পড়ে।
ব্যাক্তিগত নিরাপত্তা: সাইটের সার্বিত নিরাপত্তা ছাড়াও কর্মিদের নিজস্ব নিরাপত্তারও কিছু ব্যবস্থা করতে হবে
  • কোন কাজের সময় মাথায় শক্ত কোন কিছু দিয়ে আঘাত লাগার সম্ভাবনা থকলে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে
  • জ্যাকেট বা বেল্ট- কোন উচু জায়গাতে কাজ করার সময় এই বেল্ট ব্যবহার করা হয়। যাতে করে পড়ে গেলে এই বেল্ট ধরে রাখে। যেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে অবশ্যই এই বেল্ট পড়ে কাজ করতে হবে
  • ওল্ডিং করার সময় আই শিল্ড বা কালো চশমা অবশ্যই ব্যবহার করতে হবে
ভয়েড সেফটি: কোথাও কোন ভয়েড বা পাঞ্চ বা ফাকা থাকলে, যেখান থেকে পড়ে আহত হওয়ার সম্ভাবনা আছে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেমন লিফট কোর, ওয়াটার রিজারভার, এয়ার ডাক্ট বা বড় কোন সেনেটারি ডাক্ট। সেই জন্য এটি ঢেকে দিতে হবে অথবা এর চারিদিকে অস্থায়ী বেড়া দিতে হবে ও সাইনবোর্ড দিতে হবে।
অগ্নি নিরাপত্তা:
  • যেসকল স্থানে আগুন লাগার সম্ভাবনা আছে, সেই সকল স্থানে ধুমপান নিষিদ্ধ করতে হবে। 
  • সেই জন্য "ধুমপান নিষিদ্ধ" ইনবোর্ড দেয়া যেতে পারে।
  • বালি ও পানি রাখতে হবে কাছাকাছি এবং ফায়ার এক্টিংগুইশার রাখতে হবে
বৈদ্যুতিক নিরাপত্ত: এটিও একটি খুব গুরুত্বপুর্ণ বিষয়। বৈদ্যুতিক লাইনের দিকে সবময় খেয়াল রাখতে হবে। বৈদ্যুতিক কাজে কখনও একজনকে পাঠানো যাবে না। খালি পায়ে বৈদ্যুতিক কাজ করা যাবে না। বৈদ্যুতিক সার্কিট খোলা রাখা যাবে না এবং পানি থেকে নিরাপদ দুরে রাখতে হবে
অন্যান্য: এছাড়াও আরও বিভিন্ন ধরণের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ যেকোন ধরণের স্বাস্থ্য ঝুকির সাথে সম্পর্কিত বিষয়ে সেই ধরণের খেয়াল রাখতে হবে ও ব্যবস্থা নিতে হবে। যেমন
  • ফাস্ট এইড বক্স রাখতে হবে এবং এর মধ্যে ব্যান্ডেজ, সেভলন, ঔষধ থাকতে হবে
  • হোয়েষ্ট ব্যবহার করলে এই সেটিং ঠিকমত হয়েছে কিনা দেখতে হবে
  • কোন বদ্ধ সাথানে কাজ করতে গেলে অবশ্যই পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে যেমন - পানির ট্যাংক, মাটির নিচের কোন কাজ ইত্যাদি।

Contact :

Cell # 01640737339