Monday 12 February 2018

পুলিশ, এ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিসঃ জরুরী প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর_৯৯৯ কল করুন বিনামূল্যে দেশের যেকোন প্রান্ত থেকে

পুলিশ, এ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস | জরুরী প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর_৯৯৯  

কল করুন বিনামূল্যে  দেশের যেকোন প্রান্ত থেকে 

প্রত্যেক মানুষের জীবনে যেকোনো সময় বিপদ আসতে পারে। কারণ বিপদ কখনো জানান দিয়ে আসে না। এই বিপদের মুহূর্তে মাত্র একটি সাহায্যের হাত প্রত্যেকের জীবন বদলে দিতে পারে। আমরা যেমন আস্তে আস্তে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, আমাদের সেই সাহায্যের হাতটিও আজ ডিজিটাল হয়ে এসেছে। 

প্রথমবারের মতো বাংলাদেশ এমন একটি সেবা চালু করেছে। যার নাম ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস '৯৯৯'। এই সার্ভিস আপনার ও আপনার পরিবারের জীবনে এমনকি সবার জীবনে ডিজিটাল সাহায্যের হাত হিসেবে কাজ করবে।




জরুরী প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর_৯৯৯ 

কল করুন বিনামূল্যে দেশের যেকোন প্রান্ত থেকে..


সৌজন্যে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

প্রচারেঃ
The Dhaka Surveillance 
Media & Blog

of

Bangladesh Automation Solution

Industrial, Commercial & Residential Home Security Systems
Contact: 01919030679 



No comments:

Post a Comment